Site icon Jamuna Television

নিখোঁজের ১৮ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

পাবনা প্রতিনিধি :

পাবনার আমিনপুরে নিখোঁজের ১৮ দিন পর সোমবার (১৯ আগস্ট) বিকেলে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম সামিউল ইসলাম রাহী।

সে বেড়া উপজেলার রুপপুর ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো: নুরুজ্জামানের ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে মিরাজুল ইসলাম মিরাজ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মিরাজ একই গ্রামের মালেক শেখের ছেলে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, আমিনপুর থানার পদ্মা বিধৌত চরাঞ্চল কালিকাবাড়ি গ্রামের শিশু রাহী গত ১ আগস্ট সকালে প্রতিবেশী দুই শিশুর সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালেও নির্দিষ্ট কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারছিলনা। এরই এক পর্যায়ে জড়িত সন্দেহে একই গ্রামের মিরাজুল ইসলাম নামের এক যুবককে সোমবার দুপুরে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার বিকেলে চরাঞ্চলের কাঁশবনের ভেতর থেকে শিশু রাহীর লাশ উদ্ধার করা হয়।

হত্যার কারণ হিসেবে ওসি মোমিনুল জানান, প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জের ধরে মিরাজুল ও তার বন্ধু একই গ্রামের আয়নাল খাঁ’র ছেলে বেলাল হোসেন শিশু রাহীকে ১ আগস্ট ধরে নিয়ে তাদের বাড়িতে লুকিয়ে রাখে। একইদিন রাতে তারা শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাড়ি থেকে ৫শ’ গজ দূরে চরাঞ্চলের কাঁশবনের ভেতর পানির নিচে ডুবিয়ে রেখেছিল।

এ ঘটনায় নিহত শিশুর বাবা নুরুজ্জামান বাদি হয়ে মিরাজ ও বেলাল’র নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক বেলালকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

Exit mobile version