Site icon Jamuna Television

বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন সানি লিওনি

বাংলাদেশি সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। ‘বিক্ষোভ’ নামের একটি চলচ্চিত্রের আইটেম গানে নাচবেন তিনি। সোমবার বিকেলে ভারতের মুম্বাইতেই এই আইটেম গানে কাজ করার জন্য চুক্তিবদ্ধও হয়েছেন সানি লিওনি। পরে এক ভিডিও ক্লিপে সেটি নিশ্চিত করেন এই বলিউড ক্রেজ।


ছবির পরিচালক শামীম আহমেদ রনি। ছবির প্রযোজক সেলিম খান। এর আগে, ‘বসগিরি’ সিনেমা পরিচালনা করেন রনি।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে সানি লিওনির ম্যানেজারের সাথে যোগাযোগ শেষে মুম্বাইতে যান পরিচালক ও প্রযোজক। সেখানে সানি লিওনির সঙ্গে মিটিং করেন। পরিকল্পনা পছন্দ হওয়ায় সানি কাজটি করতে রাজি হয়েছেন।

বাংলাদেশের ছবিতে প্রথম কাজ করা হবে সানি লিওনির। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হওয়ার কথা। গানে সানি লিওনির সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে।

এর আগে ২০১৭ সালে খবর রটে, বাংলাদেশে শাকিব খানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি লিওনি। ‘মামলা হামলা ঝামেলা’ নামের একটি ছবির আইটেম গানে নাচ করার কথা ছিল তার। সেই ছবির প্রযোজকও ছিলেন সেলিম খান। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত হয়নি।

Exit mobile version