Site icon Jamuna Television

বাসর রাতেই প্রাণ গেলো স্কুলশিক্ষকের

এইচ এম জাকির, ভোলা
ভোলায় বাসর রাতেই মনির হোসেন (২৮) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ২ নং ইলিশা ইউনিয়নের পরান গঞ্জ বাজার এলাকায় তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

শিক্ষক মনির আমিনুল মাস্টারের ছেলে। তিনি রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

নিহত স্কুল শিক্ষকের ভাই এনামুল হক সবুজ জানান, আমার ভাইকে রাত ১২ টার সময় বাসর ঘরে দিয়ে আমরা ঘুমিয়ে পরেছি। সকালে ডেকোরেশনের লোক এসে দেখে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে মনির, পরে তাদের ডাক চিৎকারে আমরা বের হয়ে পুলিশকে খবর দেই।

নববধূ জয়নব বিবি কর্ণা জানান, রাত ৩ টার দিকে আমার কাছ থেকে উঠে গেছে ওয়াশ রুমে যায়। আর ফিরে আসে নি। বাসর ঘরেই ওয়াশ রুম থাকতে বাহিরে গেলো কেনো এমন প্রশ্নে বিচলিত হয়ে এড়িয়ে যায় কর্ণা।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলেই বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Exit mobile version