Site icon Jamuna Television

২১২ ছাগল ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগ নেতার জামিন

২১২টি ছাগল ছিনতাইচেষ্টার মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মুজাহিদ আজমী তান্না।

আজ হাইকোর্টে জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আঞ্জুমান আরা বেগম মুন্নী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

উল্লেখ্য গত ১১ আগস্ট মুজাহিদ আজমী তান্নাসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন র‍্যাব-২।

এজাহার থেকে জানা যায়, যশোরের বারোবাজার পশুরহাট ও ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে গত ১১ আগস্ট সকালে ঢাকায় আসে পাঁচ ছাগল ব্যবসায়ী। তাদের ২১২টি ছাগল ছিনতাইকারীরা নিয়ে যায় এবং একটি ক্লাবে পাঁচ ব্যবসায়ীকে আটকে রাখে। পরে র‍্যাব-২ ব্যবসায়ীদের উদ্ধার করেন।

Exit mobile version