Site icon Jamuna Television

চুলার ভিতর থেকে বিদেশী পিস্তল উদ্ধার, আটক ১

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রাম থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডারসহ আছলাম হোসেন শিমুল (২৮) নামে এক যুবককে আটক করেছে যশোর র‌্যাব ৬। আটক আছলাম হোসেন শিমুল বড় আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে।

মঙ্গলবার দুপুরে আসামি শিমুলের বসত বাড়ির রান্না ঘরের চুলা খুড়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

যশোর র‌্যাব ৬ এর এএসপি সমীর সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে ৩টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আটককৃত আসামি শিমুলের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলেকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র আমার ছেলের না। আমার বাড়িতে যশোর শহরের তপন এর স্ত্রী ছনিয়া নামে এক নারী ভাড়া থাকত। তারা এখন থাকে না। অস্ত্র তাদের হতে পারে বলে আমার ধারনা।

Exit mobile version