Site icon Jamuna Television

নিখোঁজের ৪ দিন পর গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের চারদিন পর কুষ্টিয়ার কুমারখালীর বাঁধ বাজার এলাকায় জিকে ক্যানেল থেকে বস্তাবন্দি বিলকিস বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিলকিস গত ১৭ আগষ্ট শনিবার বিকেলে ওষুধ কিনতে বের হয়ে আর ফিরে আসেনি। কুষ্টিয়া মডেল থানায় একটি জিডিও করা হয়েছিলো পরিবারের পক্ষ থেকে। আজ মঙ্গলবার সকালে জিকে ক্যানেলে ওই বস্তাবন্দি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর আলম জানান, উদ্ধারের পর নিহতের পরিবারের লোকজন লাশ সনাক্ত করে। নিহত বিলকিস কুষ্টিয়া শহরের আমলা পাড়ার পূণ্যবাবুর ঘাট এলাকার বাসিন্দা রবিউল ইসলাম’র স্ত্রী।

ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে বস্তায় ভরে জিকে ক্যানেলের পানিতে তার লাশ ভাসিয়ে দেয় হত্যাকারীরা। তবে কি কারণে কে বা কারা এই হত্যা করেছে তা জানা যায়নি।

ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version