Site icon Jamuna Television

ক্ষমা চাইলেন জাকির নায়েক

মালয়েশীয়দের কাছে ক্ষমা চেয়েছেন ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েক। খবর আল জাজিরা।

এরআগে মালয়েশিয়ার জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করায় পুলিশের জেরার মুখে পড়েন জাকির নায়েক। এসময় তাকে ১০ ঘণ্টা যাবৎ জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই ক্ষমা চান তিনি।

ক্ষমা চেয়ে তিনি বলেন, আমি বর্ণবাদী নই। তবে আমার বক্তব্য অংশবিশেষ তুলে ধরা হয়েছে ও তা “অতিরঞ্জিতভাবে” প্রকাশ করা হয়েছে।

ভারতের মুসলমানদের তুলনায় মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুরা “শতভাগ বেশি অধিকার” ভোগ করেন এমন মন্তব্য করে জাকির নায়েক সমালোচনার মুখে পড়েন।

মালয়েশিয়ায় গত তিন বছর থেকে স্থায়ীভাবে বসবাস করছেন জাকির নায়েক।

Exit mobile version