হুইল চেয়ারে করে এসে এডিস মশার লার্ভা ধ্বংসের কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি ক্রাচে ভরকরে কার্যক্রম পরিদর্শন করেন।
সিটি করপোরেশনের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে গুলশানে বাসা বাড়িতে গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়।
এসময় তিনি আরও বলেন আবাসিক ভবনের ক্ষেত্রে দ্বিতীয় দফায় সময় দেয়া হলেও বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখনই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ইতোমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলেও জানান মেয়র।

