Site icon Jamuna Television

বর পাকিস্তানী ক্রিকেটার, ভারতীয় কনে

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকেরই পথ অনুসরণ করলেন পাকিস্তানের পেসার হাসান আলি ৷ তিনিও বিয়ে করছেন একজন ভারতীয় মেয়েকে।

আজ মঙ্গলবার ২০ অগাস্ট হরিয়ানার মেয়ে শামিয়া আরজুর সঙ্গে নিকাহ হাসান আলির।

হরিয়ানায় জন্ম হলেও শামিয়ার পড়াশোনা ইংল্যান্ডে। এখন দুবাইয়ে মা-বাবার সঙ্গে থাকেন তিনি। ইঞ্জিনিয়ারিং পড়ে বর্তমানে একটি বিমানসংস্থায় কাজ করেন শামিয়া।

দুবাইয়ের বিলাবহুল ‘অ্যাটলান্টিস দ্য পাম’ হোটেলে বসছে বিয়ের আসর। হাসান আলি হলেন চতুর্থ পাকিস্তানি ক্রিকেটার, যিনি কোনও ভারতীয় মেয়েকে বিয়ে করছেন।

Exit mobile version