Site icon Jamuna Television

ইরানি নায়িকা ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়

মডেলিং জগতে পরিচিত মুখ হলেও নেটফ্লিক্স অরিজিনালস ‘সেক্রেড গেমস’-এর জন্য তাঁকে এখন সকলেই চেনে।

কিন্তু কী নাম তাঁর? জোয়া মির্জা, জামিলা? সেক্রেড গেমস ২-র নায়িকার ভাল নাম অনেকেই জানেন না। তাঁর আসল নাম এলনাজ নরোজি।

জন্মসূত্রে ইরানি এলনাজ বলিউডে কেরিয়ার গড়তে বেশ কয়েকবছর আগেই এদেশে চলে যান ভারতে।

সেক্রেড গেমস-২-তে তাঁর অভিনয় নজর কেড়েছে। জামিলার জীবনের কাহিনী সবটাই জানা গিয়েছে সদ্য মুক্তি পাওয়া সেক্রেড গেমসের দ্বিতীয় সিজনে।

সেক্রেড গেমসের দ্বিতীয় সিজন মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই নেটফ্লিক্স অরিজিনালস নিয়ে হইচই পড়ে গিয়েছে সর্বত্রই ৷ দুই সিজন মিলিয়ে ১৬ এপিসোডের সেক্রেড গেমস দেখতে বাকি রয়েছে, এমন মানুষের সংখ্যা অনেকই কম।

সূত্র: নিউজ এইটিন।

Exit mobile version