Site icon Jamuna Television

মৃত ভেবে ছবি তোলার সময় ঝাঁপ দিলো চিতাবাঘ!

রাস্তায় পরে থাকা গুরুতর আহত এক চিতাবাঘকে দেখে মৃত ভেবেছিল স্থানীয়রা। কেউ কেউ আগ্রহী হয়ে ছবিও তোলা শুরু করে দিলো। কিন্তু হঠাৎই ঝাঁপ দিলো চিতা। এতে আহত হয়েছেন এক ব্যক্তি। সোমবার ভারতের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবর, গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বাঘটিকে মৃত ভেবেছিলেন আক্রান্ত মানুষটি। সামনে থেকে চিতাবাঘকে দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি। তখনই ঘটে এই বিপত্তি।

ঘটনার দিন আন্দাজ সকাল দশটা নাগাদ ডালগাঁও চা এস্টেটের একটি গাড়িতে ধাক্কা খায় চিতাবাঘটি। তারপরেই গুরুতর আহত অবস্থায় পথের মাঝেই পড়েছিল সে। সম্ভবত বাঘটি নাকি পাশের ডালগাঁও বন থেকে বেরিয়ে এশিয়ান হাইওয়ে পার হচ্ছিল।

এরপরেই স্থানীয় মানুষ জড়ো হয়ে দেখতে থাকেন বাঘটিকে। মৃত ভেবে অনেকেই ছবি তুলতে শুরু করেন। তখনই আহত বাঘ বিরক্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে তাঁদের ওপর।

স্থানীয় পুলিশ অফিসার প্রীতম রায় জানিয়েছেন, জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ চিতাবাঘটিকে উদ্ধার করেছে এবং তার চিকিৎসাও শুরু হয়েছে। বাঘটি সুস্থ হয়ে গেলে কর্তৃপক্ষ তাকে আবার জঙ্গলে ছেড়ে দেবে।
চিতাবাঘের ডান পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। তবে, আক্রান্ত ব্যাক্তির আঘাত গুরুতর নয়।

Exit mobile version