Site icon Jamuna Television

সমুদ্র স্নানে গিয়ে মন খুলে নাচলেন নায়িকা

সুদীপ্তা চক্রবর্তী। বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। সুদীপ্তাকে টলিউডে প্রথম দেখা গিয়েছিল বাহামনির চরিত্রে। রণিতা বাহার চরিত্রে অভিনয় বন্ধ করে দেওয়ার পর সুদীপ্তাকে বাহার চরিত্রে দেখা গিয়েছিল। তারপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। ‘বিকেলে ভোরের ফুল’ -এর জনপ্রিয় চরিত্র ময়নাও তিনি।

তবে বাস্তব জীবনে ময়না কিন্তু খুব ছটফটে একটি মেয়ে। তিনি টিকটকে এবং সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। সব সময় মজার ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন তিনি।

ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও শেয়ার করে ফের ভাইরাল হলেন এই অভিনেত্রী। ফের বলা হচ্ছে কারণ এর আগেও এই নায়িকার বেশ কতগুলি ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সমুদ্র সৈকতে গিয়ে ছোট্ট নীল সুইমিং শ্যুটে মন খুলে নাচলেন তিনি।

Exit mobile version