Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে ডেঙ্গুতে মারা গেছেন ডা. রেহানা বেগম। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তিনি ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন এই চিকিৎসক। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। তার স্বামী ডা. নজরুল ইসলামও যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করছেন।

এর আগে তারা দুজনই বেশ কিছু দিন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সৌদি আরবে কর্মরত ছিলেন। ডা. রেহানার জানাজা আজ বাদ আসর ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন বায়তুল তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version