Site icon Jamuna Television

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল পৌর এলাকার কেন্দ্রীয় গোরস্থান এতিমখানা মাদ্রাসার ১০ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষক হাফিজুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম সিরাজগঞ্জের বিল গ্রামের ময়দান আলীর ছেলে।

টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ মনির আহমেদ জানান, দীর্ঘ তিন মাস ধরে আবাসিক শিক্ষক হাফিজুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকার করে আসছিল। ঈদের ছুটিতে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের কাছে সবকিছু খুলে বলে পরে ওই শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

Exit mobile version