Site icon Jamuna Television

রোহিঙ্গা ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সতকর্তার তাগিদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিলেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ের নবান্ন সভাঘরে দু’ঘণ্টা ধরে চলে বৈঠক। রাজনাথ বলেন, জাল পরিচয়পত্র থাকায় হঠাৎ করেই রোহিঙ্গাদের আলাদাভাবে শনাক্ত করা কঠিন। তাই রাজ্য সরকারগুলোকে সতর্ক থাকতে হবে; বাড়াতে হবে সীমান্ত নিরাপত্তা। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানওয়াল ও মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানওয়ালা। ত্রিপুরা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা না থাকলেও উপস্থিত ছিল শীর্ষস্থানীয় প্রতিনিধি দল। পাঁচ রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং বিএসএফের শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন। রোহিঙ্গা ইস্যু ছাড়াও সীমান্ত নিরাপত্তা, জঙ্গি অনুপ্রবেশ, চোরাচালান, জাল নোট পাচার নিয়ে আলোচনা হয়।

Exit mobile version