Site icon Jamuna Television

এপ্রিল টুয়েন্টি ফাইভকে হারালো আবাহনী

এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে আজ উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টুয়েন্টি ফাইভকে ৪-৩ গোলে হারিয়েছে আবাহনী।

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টোডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম ম্যাচে এ জয় পায় আবাহনী।

ম্যাচের ৩৩ মিনিটে সোহেল রানার দুর্দান্ত গোলে এগিয়ে যায় আবাহনী তার দু মিনিটের মাথায়ই চো জোং এর গোলে সমতা ফিরিয়ে আনে এপ্রিল টুয়েন্টি ফাইভ। তারপরই ৩৭ মিনিটের মাথায় নাবিব নেওয়াজের গোলে এগিয়ে থেকে খেলার প্রথমার্ধ শেষ করে আবাহনী।

খেলার দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে রিম চোল’র গোলে খেলায় আবারও সমতা ফিরিয়ে আনে এপ্রিল টুয়েন্টি ফাইভ। কিন্তু সে সমতা টিকলোনা বেশিক্ষণ। নাইজেরীয় স্ট্রাইকার সানডে চিজোবার ৫৭ ও ৬১ মিনিটের পরপর দুই গোলের বিনিময়ে শেষ পর্যন্ত ৪-২ এ জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

উল্লেখ্য, থেকে ৩১ বছর আগে এপ্রিল টুয়েন্টি ফাইভের বিপক্ষে মোহামেডান জিতেছিল এশিয়ান ক্লাব কাপে।

আগামী ২৮ আগস্ট পিওংইওনে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Exit mobile version