Site icon Jamuna Television

দুইমাস পর কবর থেকে কলেজ ছাত্রের লাশ উত্তোলন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের কালকিনিতে দুইমাস আটদিন পরে কবর থেকে পুনরায় ময়নাতদন্তের জন্য মোঃ মহসিন মাতুব্বর-(১৭) নামের এক কলেজ ছাত্রের লাশ উত্তোলন করা হয়েছে।

বুধবার সকালে চরফতে বাহাদুর গ্রাম থেকে তার মরদেহ তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার চরফতে বাহাদুর গ্রামের করিম মাতুব্বরের কলেজ পড়ুয়া ছেলে মোঃ মহসিন মাতুব্বর গত ১৬ জুন বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে ওই কলেজ ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

পরে নিহতের পিতা করিম মাতুব্বর বাদি হয়ে কালকিনি থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে মামলার তদন্ত কারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ হারুন অর রশিদ আদালতে পুনরায় ওই কলেজ ছাত্রের লাশের ময়নাতদন্তের জন্য আবেদন করলে আদালত ওই কলেজ ছাত্র মহসিনের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য অনুমতি প্রদান করেন।

এ অনুমতিক্রমে বুধবার সকালে কবর থেকে নিহতের লাশ উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ও কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ হারুন অর রশিদ।

এ ব্যাপারে মামলার তদন্ত কারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ হারুন অর রশিদ বলেন, আদালত অনুমতি দেয়ায় নিহতের লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version