Site icon Jamuna Television

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

আটককৃত বৃদ্ধ পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার মৃত ছকির শেখের ছেলে। এ ঘটনায় থানার মামলা দায়েরের পর মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

মামলার বরাত দিয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ওই স্কুলছাত্রী সোমবার বিকেলে বাড়ির পাশে জনৈক এক শিক্ষিকার কাছ প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় প্রতিবেশী আবুল কাশেম তাকে ডেকে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্কুলছাত্রীর চিৎকারে লোকজন ছুটে এলে পালিয়ে যায় আবুল কাশেম।

এরপর শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি বাবা-মাকে জানালে রাতেই তারা ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৮। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে আটকের পর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version