Site icon Jamuna Television

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রস্তুত বাস-ট্রাক

আজ থেকে শুরু হওয়ার কথা রোহিঙ্গার প্রত্যাবাসন। প্রথম দিনে অন্তত তিনশো রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানোর কথা জানিয়েছে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।

প্রত্যাবাসনের জন্য এরইমধ্যে টেকনাফের কেরানতলী ঘাট ও ঘুমধুম পয়েন্টে সব প্রস্তুতি নেয়া হয়েছে। তৈরি রাখা হয়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন।স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে টেকনাফের ক্যাম্পগুলোতে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা চালানো হচ্ছে। গত দুই দিনে ২৩৫টি পরিবারের সাথে মতবিনিময় করা হয়। তাদের ফেরত পাঠানোর চেষ্টা হবে আজ।

এর আগে প্রতিদিন তিনশো করে সাড়ে তিন হাজারেরও বেশি রোহিঙ্গাকে ফেরাতে সম্মত হয় বাংলাদেশ ও মিয়ানমার। গেল বছরের নভেম্বরে এক দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু শিবিরগুলোতে রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে ভেস্তে যায় সেই উদ্যোগ।

Exit mobile version