Site icon Jamuna Television

মরিয়মের রিমান্ড বাড়ল ১৪ দিন

পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের রিমান্ডের মেয়াদ ১৪ দিন বাড়িয়েছে লাহোর অ্যাকাউন্টেবিলিটি কোর্ট। বুধবার জবাবদিহিতার জন্য আদালতে হাজির হয়েছিলেন তিনি।

মরিয়মের সঙ্গে একই দিনে গ্রেফতার হয়েছিলেন তার চাচাতো ভাই এবং তার দলের গুরুত্বপূর্ণ একজন নেতা ইউসুফ আব্বাস। তাকেও ১৪ দিনের রিমান্ডে নেয়া হচ্ছে। ডন।

মরিয়ম এবং আব্বাস উভয়কেই ৪ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, ৮ আগস্ট কারাবন্দি বাবা নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে গিয়ে জেলগেট থেকে গ্রেফতার হন মরিয়ম। একই সময়ে আলোচিত সুগার মিল দুর্নীতি মামলায় ইউসুফ আব্বাসকেও গ্রেফতার করে ন্যাব।

Exit mobile version