Site icon Jamuna Television

তিন বিচারপতিকে দায়িত্ব পালন থেকে অব্যাহতি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের তদন্ত চলায় হাইকোর্টের তিন বিচারপতিকে বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এই তিন বিচারপতি হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক। আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতির নেতৃত্বে চলছে অভিযোগের তদন্ত। সুপ্রিম কোটের কজলিস্ট থেকে বাদ দেয়া হয়েছে তাদের নাম।

এর আগে ১৬ মে নিয়ম না মেনে নিম্ন আদালতের মামলায় হস্তক্ষেপ করে ডিক্রি পাল্টে দেয়ার অভিযোগ উঠেছিল হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের বেঞ্চের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Exit mobile version