Site icon Jamuna Television

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ

ঢাকার ধামরাইয়ে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপনকৃত মিটার খুলে নেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে থানা রোড এলাকায় এ বিক্ষোভ করেন।

ধামরাই পৌর শহরের জনগণ প্রিপেইড মিটার বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় জড়ো হয়। পরে দুপুরে তারা এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের দু পাশে প্রায় ২০ কিলো মিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে স্থানীয় থানা পুলিশ ও পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম এর অনুরোধে ঘণ্টাব্যাপী এই সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয় বিক্ষুব্ধ গ্রাহকরা।

এক মাসের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠিন কর্মসূচিতে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

Exit mobile version