Site icon Jamuna Television

সন্তানলাভের আশায় তান্ত্রিকের নির্দেশে দুই শিশুকে খুন!

সন্তানের আশায় তান্ত্রিকের কথায় দুই শিশুকে খুন করেছে এক নারী। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের কাবিলপুরে।

জানা যায়, আলপনা ঘোষ নামে এক মহিলা বিয়ের বহু বছর কেটে গেলেও নিঃসন্তান ছিলেন। সন্তানলাভের আশায় তান্ত্রিকের দ্বারস্থ হোন। তান্ত্রিকই মহিলাকে নির্দেশ দেয় দু’টি সন্তানকে বিষ খাইয়ে খুন করতে পারলেই সন্তানের জন্ম দিতে পারবেন। এরপর আলপনা এলাকার কয়েকটি শিশুকে বিষ খাওয়ায়। এরমধ্যে দুটি শিশু মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আলপনা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এলাকাবাসী।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version