
সুপার লিগে দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। শেখ জামালের করা ৯ উইকেটে ১২৩ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ১৪ বল আগেই লক্ষ্যে পৌছে যায় প্রাইম দোলেশ্বর।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সৈকত আলীর উইকেট হারায় শেখ জামাল। ৪ রান করে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। এরপর তানভীর হায়দার ও ইলিয়াস সানি দ্রুত ফিরলে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। ইমরুল কায়েস কিছুটা প্রতিরোধ গড়লেও তিনিও ফেরেন ২৭ রান করে। মাঝে অধিনায়ক নুরুল হাসান সোহান ২৪ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেললে ৯ উইকেটে ১২৩ রান করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
জবাবে ব্যাট করতে নেমে ইমরান উজ জামানকে সাথে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন সাইফ হাসান। যেখানে সাইফের ৬০ রানে ভর করে সহজ জয়ের ভিত পায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৭ ওভার ৪ বলে লক্ষ্যে পৌছে যায় তারা।



Leave a reply