
ছবি: সংগৃহীত
টানা ২য় বারের মত ইউরোপের বর্ষসেরা ফুটবলারের সেরা তিনে নেই মেসি-রোনালদোর নাম। চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় এবার দাপট দেখাচ্ছে ইংলিশ ক্লাবের ফুটবলাররা। যেখানে তিন ফুটবলারই প্রিমিয়ার লিগের মিডফিল্ডার। চেলসির জর্জিনহো আর এনগোলো কন্তের সাথে রয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা। আগামী ২৬ আগস্ট ইস্তানবুলে জানা যাবে কার হাতে উঠছে এবারের শ্রেষ্ঠত্ব।
২০১০-১১ মৌসুম থেকে শুরু হয় ইউরোপের বর্ষসেরা ফুটবলার পুরষ্কার। যেখানে সংক্ষিপ্ত তালিকায় টানা ৯ বছরই দাপট দেখিয়েছেন বর্তমান ফুটবলের দুই পোস্টার বয় মেসি আর রোনালদো। মাঝে ৩ মৌসুমে মেসি বাদ পড়লেও রোনালদো সবসময়ই ছিলেন সেরা তিনে। কিন্তু ২০১৯-২০ মৌসুমে নিজেদের জৌলুস ধরে রাখতে না পারায় টপ থ্রিতে জায়গা হয়নি দুইজনের কারোই।
এবারও একই চিত্র। জাতীয় দলের হয়ে প্রথম কোন শিরোপা জিতলেও চতুর্থ হয়ে থাকতে হয়েছে মেসিকে। আর ক্লাব-জাতীয় দল দুই বিভাগে রোনালদো দেখাতে পারেননি তার পুরোনো রূপ। তাই তো তালিকার ৯ এ অবস্থান সিআরসেভেনের। হালের আরেক ক্রেজ নেইমার তো নেই সেরা দশেও।
চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা জর্জিনহো জাতীয় দলের জার্সিতে জিতেছেন ইউরো। ইউরোপের সেরা দুই ট্রফি জেতা এই ইটালিয়ান ৯ম ফুটবলার হিসেবে গড়েছেন এমন কীর্তি। যা কিছুটা হলেও এগিয়ে রাখবে জর্জিনহোকে।
ইউরোতে দলগতভাবে সফল না হলেও ফরাসি মিডফিল্ডার এনগোলো কন্তে গোটা মৌসুমে ছিলেন প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। চ্যাম্পিয়ন্স লিগে চেলসির হয়ে সেমিতে রিয়াল আর ফাইনালে সিটির বিপক্ষে হয়েছেন ম্যাচ সেরা। তাই তো সতীর্থ জর্জিনহোর থেকে কোনো অংশে পিছিয়ে রাখা যাবে না কন্তেকে।
দুই ব্লুজের সাথে লড়াইটা হবে বেলজিয়ান কেভিন ডি ব্রুইনার। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতছাড়া হলেও প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে বেশ বড় ভূমিকা রাখেন এই মিডফিল্ডার।
সেরা কোচের দৌড়েও দাপট রয়েছে ইংলিশ ক্লাবগুলোর। চেলসির কোচ টুখেলের সাথে আছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। আরও আছেন ইটালিকে ইউরো জেতানো রবার্তো মানচিনি।
২৬ আগস্ট এবারের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানের আগে ঘোষিত হবে ইউরোপের সেরা ফুটবলার ও কোচের নাম।



Leave a reply