নিখোঁজ যুবককে উদ্ধারে নেমে ডুবুরির মৃত্যু

|

ছবি: প্রতীকী

দিনাজপুরে পূণর্ভবা নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে গিয়ে মারা গেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি আবদুল মতিন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকদের।

কাহারোলের হাটখোলা এলাকায় পূণর্ভবায় নিখোঁজ হন এক যুবক। তার সন্ধানে শনিবার সকালে উদ্ধার তৎপরতা শুরু করে রংপুর ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি। পানিতে নামার কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মতিন। দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির হতে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাটীর নিয়ে আসার সময় শুক্রবার দুপুর ১২টার দিকে ওই যুবক নদীতে পড়ে নিখোঁজ হন। শুক্রবার স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও তাকে পাওয়া না যাওয়ায় পরে তারা রংপুর ডুবুরি দলকে অবহিত করে। নিখোঁজ যুবকের সন্ধান এখনও মেলেনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply