
যুবকের পেট থেকে অপসারিত মোবাইল ফোন সেট। ছবি: সংগৃহীত
প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এক যুবক। পরীক্ষানিরীক্ষার পর ওই যুবকের পেটে বড় একটা বস্তুর অস্তিত্ব টের পান চিকিৎসকরা। পেট থেকে সেই বস্তু অপসারণের জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা। অস্ত্রোপচারের পর দেখা যায়, ওই বস্তুটি একটা নোকিয়া ৩৩১০ মডেলের মোবাইল ফোন সেট।
মঙ্গলবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে চলতি মাসের শুরুতে কসোভোর প্রিস্টিনায় এই ঘটনা ঘটে বলে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর ৩৩ বছর বয়সী ওই যুবকের পেট থেকে মোবাইল ফোনটি অপসারণ করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, পেটের মধ্যে মোবাইল সেটটি তিনটি অংশে বিভক্ত ছিল। মোবাইলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে তার মৃত্যুর আশঙ্কাও ছিল বলে জানান তারা। অপারেশনের পর ওই যুবক আপাতত সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে কেন ওই যুবক মোবাইল সেট গিলে ফেলেছিলেন তা জানা যায়নি। চিকিৎসকরা ধারণা করছেন ওই যুবক মানসিকভাবে সুস্থ নন।
অবশ্য মোবাইল গিলে ফেলার ঘটনা এই প্রথম নয়। ২০১৪ সাল থেকে একাধিক আন্তর্জাতিক পরিসংখ্যানে দেখা গেছে, অনেকেই এ ভাবে ফোন গিলে ফেলেছেন। তাদের মধ্যে কারও মৃত্যু হয়েছে, কারও আবার অস্ত্রোপচারের পর প্রাণ বেঁচেছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।



Leave a reply