মাদ্রাসা বন্ধ করে দেয়ার দাবি জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত

|

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত, ছবি: সংগৃহীত।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ভারত হিন্দুদের দেশ। এ দেশে সব মাদরাসা বন্ধ করে দেয়া উচিত। তিনি বলেছেন, ইন্ডিয়া কথাটা এসেছে ১৯৪৭ সালে। কিন্তু তার আগে ৭ হাজার বছর আমরা পরিচিত ছিলাম হিন্দু হিসেবে। আমি সভ্যতায় বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি আমাদের সভ্যতা হিন্দু সভ্যতা।

বুধবার (১০ নভেম্বর) বেসরকারি টিভি চ্যানেল টাইমস নাউ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্বশর্মা বলেন, তিনি চান সব মাদরাসা বন্ধ করে সেখানে মেডিক্যাল কলেজ, ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক। কারণ মাদরাসায় তৈরি হয় মোল্লা। আর ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয় ডাক্তার, দার্শনিক। আসামের মুখ্যমন্ত্রী বলেন, আমি যদি মুসলিম এলাকায় গিয়ে তাদের বলি আমি আপনাদের সন্তানকে মোল্লা নয়, চিকিৎসক বানাতে চাই, তাহলে তাদের খুশি হওয়া উচিত।

ইতোমধ্যেই সরকারি খরচে চলা মাদরাসা বন্ধ করে দিয়েছে আসাম। এবার কি পুরো দেশেই মাদরাসা বন্ধ করতে চাইছেন হিমন্ত বিশ্বশর্মা? বুধবার তার মন্তব্যের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

আসলে আসামে সরকারি মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে বলে বিরোধীদের একাংশ সরব হয়েছে। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী আরও একবার নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply