
ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল। এরই মধ্যে পুড়ে গেছে ১২ হাজার একর বনভূমি।
বুধবার (৮ ডিসেম্বর) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যে শুরু হয় এই অগ্নিকাণ্ডের। গোটা এলাকায় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।
স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পর্যটকদের ওপর জারি করা হয়েছে সতর্কতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে দেড় শতাধিক ফায়ার সার্ভিস কর্মী। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফলে বন্যপ্রাণীর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন : ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি ট্রাজেডি: সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অস্ট্রেলিয়া প্রশাসন। বনভূমিতে আকস্মিক আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
/এডব্লিউ



Leave a reply