
ছবি: প্রতীকী
বিশ্বজুড়ে গেলো ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৯ লাখ মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ হাজার ৩শ’ জন।
যুক্তরাষ্ট্রে দিনে সর্বোচ্চ ৫ লাখ মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন দেশটিতে মৃত্যু হয়েছে ৮ শতাধিক মানুষের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়ালো ৮ লাখ ৬১ হাজার।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ ভারতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬১ হাজার জন। ২৪ ঘণ্টার ব্যবধানে যুক্তরাজ্যে শনাক্ত দেড় লাখের মতো রোগী। সোমবার ফ্রান্সে ৯৩ হাজার মানুষের মধ্যে কোভিড নাইনটিন মিলেছে। প্রাণহানি হয়েছে ২৮০ জনের।
আরও পড়ুন: ফের করোনায় আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট
এদিকে ইতালিতে ও স্পেনে দৈনিক সংক্রমণ লাখ ছাড়িয়েছে। আর প্রাণহানি কমছেই না রাশিয়ায়। দেশটিতে ১৫ হাজার শনাক্তের বিপরীতে মারা গেছে ৭৪১ জন। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো ৫৫ লাখ ১১ হাজার।
ইউএইচ/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply