কমছেই না মহামারির ভয়াবহতা। বিশ্বজুড়ে আরও প্রায় ১০ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস।
২৪ ঘণ্টায় সংক্রমিত শনাক্ত হয়েছে ৩২ লাখ ৬৯ হাজারের ওপর। যুক্তরাষ্ট্র এখনও সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে। শুক্রবারও ২ হাজারের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। প্রায় ৪ লাখ মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস। ব্রাজিলে আবারও ঊর্ধ্বমুখী সংক্রমণ ও প্রাণহানি। ৭৭৯ জনের মৃত্যু ও ২ লাখ ৫৭ হাজারের বেশী মানুষ চিহ্নিত হয়েছে করোনা পজেটিভ।
একদিনে সাড়ে তিন লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ফ্রান্সে। রাশিয়ায় মারা গেছে ৬৭৩ জন। দেশটিতে আক্রান্ত চিহ্নিত হয়েছে এক লাখের কাছাকাছি। জার্মানিতে প্রায় ১ লাখ ৯০ হাজার ও ইতালিতে দেড় লাখের মতো করোনা পজেটিভ হয়েছে শুক্রবার। প্রতিবেশী স্পেনে এ সংখ্যা ১ লাখ ২০ হাজারের কাছাকাছি।
/এডব্লিউ
Leave a reply