ছবি: সংগৃহীত।
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৩টি রকেট ছুঁড়ে হামলা চালোনো হয়েছে। এতে ইরাকি এয়ারওয়েজের একটি অব্যবহৃত বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির নিকটস্থ এ বিমানবন্দরে হামলা চালানো হয়। খবর রয়টার্সের।
ইরাকি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার বিমানবন্দরের পার্কিং এরিয়ায় এসে পড়ে রকেটগুলো। এতে একটি অব্যবহৃত বিমানের সামনের অংশে বড়সড় ছিদ্র তৈরি হয়েছে। তবে এ ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। যদিও এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
আরও পড়ুন: হাসপাতালে লাগা আগুনে পুড়ে করোনা রোগীর মৃত্যু
এর আগে চলতি মাসেই বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে চারটি রকেট আঘান হানে। একমাসে আবারও রকেট হামলার ঘটনা ঘটলো।
এসজেড/
Leave a reply