ছবি: সংগৃহীত।
সদ্যই শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসর। আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর অষ্টম অবস্থানে থেকে আসর শেষ করেছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে আসরের সেরা একাদশে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন একজন। তিনি বোলার রিপন মণ্ডল।
এই একাদশে ভারত থেকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। রানার্স আপ ইংল্যান্ড ও পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দুইজন করে খেলোয়াড়। এছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান থেকে একাদশে আছেন একজন করে খেলোয়াড়।
দক্ষিণ আফ্রিকা থেকে এই দলে সুযোগ পেয়েছেন আসরের সেরা খেলোয়াড় ডেওয়াল্ড ব্রেভিস। এই দলের নেতৃত্বে থাকবেন এবারের আসরে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ধুল।
আইসিসির ঘোষিত সেরা একাদশ: যশ ধুল (অধিনায়ক, ভারত), রাজ বাওয়া (ভারত), ভিকি অস্তোয়াল (ভারত), হাসিবুল্লা খান (উইকেটকিপার, পাকিস্তান), আওয়াইশ আলি (পাকিস্তান), তিয়াগু উইলি (অস্ট্রেলিয়া), ডেওল্ডাড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), টম প্রেস্ট (ইংল্যান্ড), জস বাইডেন (ইংল্যান্ড), রিপন মণ্ডল (বাংলাদেশ) ও নূর আহমেদ (আফগানিস্তান)।
জেডআই/
Leave a reply