কালকিনিতে কৃষকলীগ নেতা ও কাপড় ব্যবসায়ী মানিক সরদারকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা
স্টাফ করেসপন্ডেন্ট:
মাদারীপুরের কালকিনিতে কৃষকলীগ নেতা ও কাপড় ব্যবসায়ী মানিক সরদারকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারের ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত মানিক সরদার (৩৫) কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের আলমগীর সরদারের ছেলে ও
কালকিনি উপজেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি কালকিনি থানা চত্ত্বর এলাকার একটি বাসায় পরিবারের সদস্যদের সাথে ভাড়া থাকতো ও ফাসিয়াতলা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফাসিয়াতলা বাজার থেকে রাতে মোটরসাইকেলযোগে কালকিনির দিকে আসার সময় ফাসিয়াতলা বাজারের ব্রিজের পশ্চিম পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত মানিক সরদারের গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।
মানিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর
হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন মানিকের স্বজন ও এলাকাবাসী।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
/এসএইচ
Leave a reply