লক্ষ্মীপুর শহর সংযোগ সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। অথচ মেয়াদ শেষ হলেও এই প্রকল্পের কাজ শুরুই হয়নি। ফলে যানজটের ভোগান্তি পিছু ছাড়েনি শহরবাসীর। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি নন সড়ক বিভাগের কর্মকর্তারা। যদিও জেলা প্রশাসকের আশ্বাস শীঘ্রই শুরু হবে প্রকল্পের কাজ।
লক্ষ্মীপুর শহর সংযোগ সড়ক প্রশস্তকরণসহ ৩টি কাজের উদ্বোধন করা হয় গেলো বছরের জানুয়ারিতে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এরপর পেরিয়েছে এক বছর। প্রকল্পের মেয়াদও শেষ। অথচ শহর সংযোগ সড়ক প্রশস্তকরণের কাজ এখনও শুরুই হয়নি। ভোগান্তি রয়েই গেছে শহরবাসীর। সরু সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল আর ভাসমান দোকানদারদের দখলে ফুটপাত। তাই সড়কে লেগেই থাকে যানজট। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি জমি অধিগ্রহণের কাজ বাধাগ্রস্ত করছে।
এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সড়ক বিভাগের কর্মকর্তারা। তবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলছেন, জটিলতা নিরসনে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।
৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরণে জমি অধিগ্রহণসহ মোট বরাদ্দ ৩৬৯ কোটি টাকা।
/এডব্লিউ
Leave a reply