এবার ইসরায়েলেই পেগাসাসের ব্যবহার

|

ছবি: সংগৃহীত

এবার ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি হ্যাকিং স্পাইওয়্যার ‘পেগাসাস’ ব্যবহার করা হয়েছে খোদ ইসরায়েলেই। এই ঘটনার জেরে দেশটিতে শুরু হচ্ছে তদন্ত।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই সফটওয়্যার ব্যবহার করে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি করা হয়। যেই তালিকায় রয়েছে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলেও। এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে করা দুর্নীতি মামলার সাক্ষীর ওপরও নজরদারি করা হয়েছে পেগাসাস ব্যবহার করে।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, অপরাধ দমন ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে খুবই গুরুত্বপূর্ণ এই সফটওয়্যার। কিন্তু নাগরিক বা কর্মকর্তাদের ফোনে আড়িপাতা হয়েছে কিনা তা জানতে তদন্ত করা হবে।
আরও পড়ুন: গাজা সীমান্তে ইসরায়েলের সামরিক মহড়া
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply