শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো ভারত, নেই পুজারা-রাহানে

|

ছবি: সংগৃহীত।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ উপলক্ষে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের ঘোষিত এই দলে জায়গা পাননি টেস্টে দুই অভিজ্ঞ ব্যাটার চেতশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে। বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহাও।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিসিসিআই এ দল ঘোষণা করে। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্টের দায়িত্বও দেয়া হয়েছে রোহিত শর্মাকে।

বেশ কয়েকটি সিরিজ ধরেই রান পাচ্ছিলেন না চেতশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে। তাছাড়া বোর্ড হয়তো নতুন খেলোয়াড়দেরও বাজিয়ে দেখতে চাইছে। দলে আছেন শুভমান গিল- প্রিয়াঙ্ক পাঞ্চালের মতো তরুণরা। তবে দলে সবচেয়ে বড় চমক উত্তরপ্রদেশের বোলার সৌরভ কুমার।

ভারতীয় টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, ভিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মেদ শামি, মুহাম্মদ সিরাজ, উমেশ যাদব, শুভমান গিল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, সৌরভ কুমার, কেএস ভরত ও জয়ন্ত যাদব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply