যশোরে পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া অদম্য তামান্না আক্তার নুরাকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঝিকরগাছা উপজেলার আলীপুর গ্রামে তামান্নার বাড়িতে হাজির হন তারা। এসময় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ কয়েকটি বই ও ফল উপহার দেন। তামান্নার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তারা। সেইসাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এরআগে তামান্নার সাফল্যের খবর শুনে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এছাড়া শিক্ষামন্ত্রীসহ একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য অভিনন্দন জানান তামান্নাকে।
এসজেড/
Leave a reply