‘সাম্প্রদায়িক শক্তির সাথে আঁতাত করে সম্প্রীতি নষ্ট করতে চায় বিএনপি’

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

সাম্প্রদায়িক শক্তির সাথে আঁতাত করে দেশের সম্প্রীতি নষ্ট করতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২০ ফেব্রুয়ারি) নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে। বাস পুড়িয়েছে, ভূমি অফিস পুড়িয়েছে। এসবই এখন দলটির কর্মকাণ্ড। বিএনপি দৃশ্যমান কোনো উন্নতি নেই। কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না দলটি।

বিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তির ভাষায় কথা না বললে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সাত বছর পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটিতে মূল্যায়ন হবে দুর্দিনের কর্মীদের যারা সবাইকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply