পাখির বাসা দেখতে গিয়ে মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু

|

পাখির বাসা দেখতে টিলার গর্তে ঢুকেছিল ৩ শিশু। সেখান থেকে আর জীবিত ফেরা হলো না। মাটি চাপা পড়ে মারা গেছে ৩ জনই। শনিবার (২৬ মার্চ) দুপুরে কুলাউরার ভাটেরার রাবার বাগান এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।

মৃত ৩ শিশু হলেন- ভাটেরার পশ্চিম ইসলাম নগরের তছিবুর রহমানের ছেলে সুমন আহমদ (১৪), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১২) ও আব্দুল করিমের ছেলে কবির হোসেন (৯)।

নিহতদের স্বজনরা জানান, দুপুর থেকেই পাওয়া যাচ্ছিলো না ৩ শিশুকে। বিভিন্ন স্থানে চলে খোঁজাখুজি। একপর্যায়ে টিলায় মাটি চাপা অবস্থায় পাওয়া যায় তাদের।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) আমিনুল ইসলাম জানান, রাবার বাগানের ভিতরে ঘাগরাছড়া টিলায় ৩ শিশু পাখির বাসা দেখতে পেয়ে টিলার গর্তে ঢুকে যায়। সেখানে ঢুকা মাত্রই মাটি ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে স্টেশন মাস্টার লাঞ্ছিত, ভিডিও ভাইরাল

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply