বাজেটের আগে জুতা কেনেন কানাডার অর্থমন্ত্রীরা, কিন্তু কেন?

|

ব্রিফকেস নয়, কানাডার বাজেটের সাথে মিশে আছে জুতা কেনার ঐতিহ্য। প্রতি বছর বাজেট ঘোষণার আগে নতুন জুতা কেনেন দেশটির অর্থমন্ত্রী। কোনো বাধ্যবাধকতা না থাকলেও গত ৭০ বছর ধরে চলে আসছে এই রীতি। নতুন বাজেটে কোন বিষয়টি গুরুত্ব পাচ্ছে তার আভাস মেলে অর্থমন্ত্রীর নতুন জুতা দেখে।

২০২১ সালে এটি স্টার্টআপ প্রতিষ্ঠান থেকে কালো রঙের জুতা কেনেন বর্তমান অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। যে প্রতিষ্ঠানের উদ্যোক্তা একজন নারী। ওই বছর কানাডা সরকারের লক্ষ্য ছিলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দেয়া। বিশেষ করে নারী উদ্যোক্তাদের। মনে করা হয় সেকারণেই ওই দোকান থেকে জুতা কেনেন তিনি।

১৯৫০ সাল থেকে টানা চলে আসছে এই ঐতিহ্য। বাজেট ঘোষণার আগে নতুন জুতা কেনেন কানাডার অর্থমন্ত্রীরা। কেন এই রীতি তার কোনো ধরাবাধা নিয়ম নেই। তবে অর্থমন্ত্রীর কেনা জুতা দেখে বাজেটে কী গুরুত্ব পাচ্ছে, সে ব্যাপারে ধারণা নেয়ার চেষ্টা করা হয়।

২০১৩ সালে তৎকালীন অর্থমন্ত্রী কানাডার নিজস্ব একটি প্রতিষ্ঠান থেকে জুতা কেনেন। ওই বাজেটে গুরুত্ব দেয়া হয় স্থানীয় শিল্প প্রতিষ্ঠানকে। এছাড়াও সাবেক অর্থমন্ত্রী বিল মনরো, এক অধিবেশনের আগে শিশুদের সাথে নিয়ে জুতা কেনেন। ওই বাজেটে গুরুত্ব দেয়া হয় শিশুদের উন্নয়নকে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply