ফরিদপুর প্রতিনিধি:
সদ্য দায়িত্বপ্রাপ্ত ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জের একটি সংবাদ সম্মেলন নিয়ে বিকর্ত তুঙ্গে। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে বলা হয়, হাইওয়ে থানা পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব হাইওয়ে পুলিশ নেবে না। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা অনেকেই মন্তব্য করেছেন, ওসির এই মন্তব্য তার দায়িত্বজ্ঞান ও কর্তব্যের ওপর আস্থার অভাবেরই বহিঃপ্রকাশ।
প্রসঙ্গত, এর আগে অনিয়মের অভিযোগে গত বুধবার (৬ এপ্রিল) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে নেয়া হয়। তার জায়গায় নিযুক্ত হন এএস এম আসাদুজ্জামান। দায়িত্ব নিয়েই বৃহস্পতিবার থানা কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনেই বিতর্কিত মন্তব্য করেন আসাদুজ্জামান। তবে এই বক্তব্যকে কেবল ভাষাগত ভুল বলে দাবি করেন ওসি আসাদুজ্জামান। বক্তব্যের ব্যাখ্যা করে তিনি বলেন, হাইওয়েতে অনেকসময় অনেক সংগঠন ও ব্যাক্তি চাঁদা তোলে, তার দায়ভারও পুলিশকে দেয়া হয়। অন্য কেউ চাঁদা তুললে তার জন্য পুলিশ তো দায়ী হবে না। একথাই বোঝাতে চেয়েছেন বলে দাবি তার।
বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম জানান, ওসি আসাদুজ্জামান এখনও দায়িত্বভার বুঝে নেননি। কী কারণে কোন বিষয়ে নবাগত ওসি সংবাদ সম্মেলন করলেন সে তথ্য তার কাছে নেই। এছাড়া এক সংবাদ সম্মেলনে এ পুলিশ কর্মকর্তা জানান, জানান, হাইওয়েতে চাদাবাজিসহ কোনো রকম অনিয়ম ও দুর্নীতির সাথে হাইওয়ে পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
/এডব্লিউ
Leave a reply