রাতের খাবার খাচ্ছিলেন শ্রমিকরা, বুঝে ওঠার আগেই খনিতে ভূমিধস

|

লাতিন দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবল বন্যায় প্রাণ হারালেন কমপক্ষে ১১ জন। দুর্ঘটনায় এখনও ১৭ জন নিখোঁজ। সংবাদমাধ্যম জানাচ্ছে, রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ ভূমিধস হলে আটকে পড়েন তারা।

প্রশাসন জানায়, বুধবার (৬ এপ্রিল) থেকে অ্যান্টিকুইয়া শহরে হচ্ছে প্রবল বৃষ্টিপাত। যার ফলে, আকস্মিক বন্যা ও ভূমিধসের শিকার হয় সেখানকার একটি খনি। সেসময় রাতের খাবার খাচ্ছিলেন শ্রমিকরা। কিছু বুঝে ওঠার আগেই পড়েন দুর্ঘটনায়।

১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। ভূমিধসের আশঙ্কায় অঞ্চলটি থেকে সরানো হয়েছে কমপক্ষে ২০টি পরিবারকে। ভেঙে পড়েছে বেশকিছু সড়ক ও সেতু পরিবহন ব্যবস্থা। ফেব্রুয়ারি মাসেও অঞ্চলটিতে হওয়া প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারান ১৪ জন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply