ইমরান খান। ফাইল ছবি।
পাকিস্তানের পার্লামেন্টে আগামীকাল অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। এর আগেই আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে অনাস্থা প্রস্তাব খারিজ করে ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে অসাংবিধানিক এবং বেআইনি বলে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। ফলে পার্লামেন্ট বিলোপ এবং আগাম নির্বাচনের ঘোষণাও বাতিল হয়ে যায়। শনিবার পার্লামেন্টে অধিবেশনের নির্দেশ দিয়েছেন আদালত। সেদিনই হবে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট।
এর মধ্যে শরিকরা সরে যাওয়ায় পরাজয় অনেকটাই নিশ্চিত পিটিআই জোটের। তবে শেষ মুহূর্তেও পাল্টে যেতে পারে অনেক হিসাব-নিকাশ।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ পার্লামেন্টে ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার পর থেকেই চলছে একের পর এক নাটকীয়তা।
/এডব্লিউ
Leave a reply