রোজার মধ্যে নওগাঁয় লাফিয়ে বাড়ছে মাছ-মাংস ও সবজির দর

|

নওগাঁর বাজার।

রোজার মধ্যে নওগাঁয় লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মাছ-মাংস ও সবজির দর। ছোলা-ভোজ্যতেলে কিছুটা স্বস্তি ফিরেছে। কিন্তু লাগামহীন আটা-ময়দার দর। ভোক্তাদের অভিযোগ, তদারকির অভাবে অস্থিরতা বাড়ছে। তবে জেলা প্রশাসনের হুঁশিয়ারি, পণ্য নিয়ে সিন্ডিকেট করলে কঠোর শাস্তি পেতে হবে।

রমজানের শুরুতেই সপ্তাহের ব্যবধানে নওগাঁর খুচরা বাজারে দ্বিগুণ দরে কিনতে হচ্ছে কাঁচা মরিচ, শসা, বেগুন ও কাগজি লেবু। পটল, টমেটোর দরও বাড়তির দিকে। অস্থির মাংসের বাজারও। মাত্র দু’দিনেই ব্রয়লার ও সোনালী মুরগিতে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা। খাসির মাংস কিনতে গুনতে হচ্ছে ৯০০ টাকা পর্যন্ত।

চড়া মাছের বাজারও। মাছ-মাংসের বাজার ক্রমেই নিম্নআয়ের ক্রেতার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ফলের বাজারেও অস্থিরতা। তরমুজের কেজি ৫০ টাকা, কলার হালির ৩০ টাকা।

মাস খানেক পর কিছুটা কমেছে ছোলা ও ভোজ্যতেলের দর। কিন্তু নানা অজুহাতে কেজিতে ৬ থেকে ৮ টাকা বেড়েছে আটা। ইফতারের প্রধান অনুসঙ্গ মুড়িতেও কেজি প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। এ পরিস্থিতিতে তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের।

এদিকে, বাজার দর নিয়ন্ত্রণে রাখতে তদারকি করছে স্থানীয় প্রশাসন, এমন দাবি সংশ্লিষ্টদের। সিন্ডিকেট করলে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। তিনি বলেন, বাজার দর যাতে নিয়ন্ত্রণে থাকে এবং গুণগত মান সম্পন্ন খাবার যাতে আমরা নওগাঁবাসীকে দিতে পারি, সে জন্য কাজ করে যাচ্ছি। এনিয়ে কোনো অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply