সংবর্ধনা মঞ্চে প্রধান অতিথির সাথে স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পাঠদান বন্ধ রেখে স্কুল মাঠে নবগঠিত জেলা ছাত্রলীগের নের্তৃবৃন্দের সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে এ সংবর্ধনার আয়োজন করে সদর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগ। এতে করে একদিনের শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছেন দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে, স্কুলে এসে পাঠদান বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিবাবক ও শিক্ষার্থীরা।
স্কুল কর্তৃপক্ষের দাবি, সংবর্ধনার বিষয়টি আগে থেকে কেউই জানায়নি।
এদিকে, অনুমোদন না কোনো ধরনের অনুমতি ছাড়া স্কুলের পাঠদান বন্ধ রেখে সংবর্ধনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন।
জানা গেছে, জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূইয়াসহ সকল নের্তৃবৃন্দের ছাত্রসংবর্ধনা সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় দুপুর পৌনে ২টায়। সংবর্ধনাকে ঘিরে সকাল নয়টা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী স্কুল মাঠে সমবেত হন। এতে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন ও মধ্য বাঞ্চানগর এন আহম্মদীয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। এছাড়া প্রধান অতিথিসহ সংবর্ধিত অতিথিদের বরণ করতে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ঘন্টাব্যাপীতে অবস্থান নেয় নেতাকর্মীরা। এতে আটকা পড়ে যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী অসংখ্য গাড়ি। এ সময় ড্রোনও উড়তে দেখা যায় অনুষ্ঠানস্থলে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। সদর থানা ছাত্রলীগের সভাপতি তারেক মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি প্রমুখ।
লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক আলমগীর আলম বলেন, অন্য সময় সমাবেশ হলে আমাদেরকে পূর্বে অবগত করা হয়। কিন্তু এবারের সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে আমাদের কেউই কিছু জানায়নি। সকালে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা স্কুলে আসার পর দুই ঘণ্টা পাঠদান করা হয়েছে। এরপর মাইকের আওয়াজে আর পাঠদান করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়ছে।
মধ্য বাঞ্চানগর এন আহম্মদীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা নাজমীন বলেন, আমাকে গতকাল ছাত্রলীগের পক্ষ থেকে অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়েছে। তাই শিক্ষার্থীদের সংরক্ষিত ছুটি দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
/এসএইচ
Leave a reply