পেস-বাউন্সের অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে চার-ছক্কার বিশ্বসেরার আসর

|

ছবি: সংগৃহীত

তাহমিদ অমিত:

কে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের চ্যাম্পিয়ন? সেই প্রশ্নের উত্তর জানতেই কাল (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে চার-ছক্কার বিশ্বসেরার আসর। থাকছে নতুন সব রেকর্ড আর ইতিহাসের হাতছানি। বর্তমান চ্যাম্পিয়ন আর স্বাগতিক হিসেবে ট্রফি ধরে রাখার অনন্য রেকর্ডর সামনে দাঁড়িয়ে অ্যারন ফিঞ্চরা। আবার, এই আসরেই শেষ হতে পারে কোহলি-ওয়ার্নারদের এই ফরম্যাটের বিশ্বকাপ অভিযান।

৭ ভেন্যু, ৪৫ ম্যাচ, ১৬ দল, ২৮ দিন- পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার বিশ্বকাপটা দাঁড়ায় এরকম। ১৩ নভেম্বর মেলবোর্নে জানা যাবে কার হাতে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। এর আগে কোনো স্বাগতিক যেমন বিশ্বকাপ ট্রফি জেতেনি, তেমনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও ধরে রাখতে পারেনি শিরোপা। অ্যারন ফিঞ্চের দলের সামনে তাই অনন্য এক ইতিহাস গড়ার হাতছানি।

এই বিশ্বকাপ অবশ্য ২ বছর আগেই হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে ২ বছর পর হতে যাচ্ছে এই আসর। এক অস্ট্রেলিয়ার ভিন্ন চার টাইম জোনে হবে ম্যাচ। সাত ভেন্যুর একটা থেকে আরেকটার দূরত্বও যেন দেবে রীতিমত দেশ পাড়ি দেয়ার আমেজ। এখন বসন্ত হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে পারে আসরে। বৃষ্টির শঙ্কা আছে, বন্যাও হচ্ছে অনেক জায়গায়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটাও তাই হয়ে যেতে পারে কারও জন্য ট্রাম্পকার্ড। সেই সাথে, অস্ট্রেলিয়ার ন্যাচারাল বাউন্সের সাথে আকাশের মেঘ মিলে মুখটাই কালো করে দিতে পারে ব্যাটারদের।

আর এই মেঘে মেঘেই বিদায় হতে পারে ভিরাট কোহলি, রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ, মার্টিন গাপটিল, ডেভিড ওয়ার্নারদের। এটাই তাদের শেষ বিশ্বকাপ কিনা, তা সময়ই বলে দেবে। তবে নিঃসন্দেহে ক্রিকেট বিশ্ব মিস করবে ‘ইউনিভার্সেল বস’ ক্রিস গেইলকে। আর বিশ্বকাপটা এবার দর্শক হয়েই দেখবেন শোয়েব মালিক, মুশফিক-মাহমুদউল্লাহরা।

আরও পড়ুন: বিশ্বকাপে রোমাঞ্চ ছড়াবে বাংলাদেশ, সাকিবের কণ্ঠে আশাবাদ

এই বিদায় বা শেষের মাঝে সম্ভবত বড় এক বিস্ময় দিনেশ কার্তিক। সবাই যেখানে শেষ দেখেছিলেন, সেখান থেকেই যেন শুরু করেছেন ২০১০’এ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা কার্তিক। তিনি যখন পুরানো চাল, তখন ১৬ বছরের আয়ান আফজাল খান যেন টুর্নামেন্টের ফ্রেশ ব্লাড। সবচেয়ে কম বয়সী আয়ানের সাথে মাঠে থাকবেন নেদারল্যান্ডসের স্টিফেন মাইবার্গ। ৩৮ বছরে বুড়ো হারের ভেল্কিতে তিনি রাঙাতে প্রস্তুত টি-টোয়েন্টির মঞ্চ।

তবে কে না জানে, চ্যাম্পিয়ন হতে শুধু মাঠে খেললেই হয় না, লাগে ভাগ্যও। গেল বিশ্বকাপে দুবাইতে যেমন শুরুতে ফিল্ডিং দল পেয়েছিল বাড়তি সু্বিধা। তবে সুখবর একটাই, অস্ট্রেলিয়ায় আর যাই হোক দুবাইর মতো ভাগ্য গড়ে দেবে না সেই টস।

আরও পড়ুন: কে কোন গাড়ি কিনেছেন, বাবরের সাথে এসব নিয়ে কথা বলেন রোহিত

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply