পঞ্চগড় প্রতিনিধি:
দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে খাবারের সন্ধানে লোকালয়ে পালিয়ে এসেছিল একটি হনুমান। ক্ষুধার তাড়নায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসে পঞ্চগড়ের সদর উপজেলায় কয়েকটি গ্রামে ঘুরে বেড়ায় হনুমানটি। এলাকায় হঠাৎ হনুমান এসেছে এমন খবর পেয়ে হনুমান দেখতে জড়ো হয় স্থানীয় মানুষ।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের শিতলি হাসনা গ্রামের একটি আখ ক্ষেত থেকে হুনুমানটিকে আটক করে স্থানীয়রা। এ সময় স্থানীয়রা হনুমানকে বিভিন্ন খাবার, ওষুধ খাওয়ানোর পর বনবিভাগকে খবর দেয়। পরে বনবিভাগ হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যায়৷
জানা যায়, ভারত সীমান্ত বেষ্টিত জেলা পঞ্চগড়। পার্শ্ববর্তী দেশে ভারত থেকে এ জেলায় সাপ, বানর, বাঘ, নীলগাই, শুকুন, ময়ূর ও বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলেও এবার স্থানীয় চোখে দেখা মিলে হনুমানের৷ খাবারের সন্ধানে ক্ষুধার্ত অবস্থায় ভারত থেকে ছুটে আসে হনুমানটি।
বর্তমানে হনুমানটি বনবিভাগের খাঁচায় বন্দী রয়েছে। তবে হনুমানটি সুস্থ রয়েছে। দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশের পর সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার হনুমানটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এ বিষয়ে বন বিভাগের প্লান্টেশন মালি সৈয়দ আলী বলেন, আমরা সদর উপজেলা ইউএনও মহাদয় ও স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় দেখতে পাই মুখপোড়া হনুমানটিকে স্থানীয় আটক করে রেখেছে। হনুমানটি উদ্ধার করে বনবিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। হনুমানটির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা সেবা দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, হনুমান আটক করেছে স্থানীয়দের কাছে এমন খবর পেয়ে বনবিভাগকে বিষয়টি অবগত করি। পরে তারা গিয়ে হনুমানটি উদ্ধার করে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করার পর সিদ্ধান্ত নেয়া হবে হনুমানটি কোথায় রাখা হবে বা অবমুক্ত করা হবে৷
এটিএম/
Leave a reply