ছবি: সংগৃহীত।
ভারতের চেন্নাইয়ে আকস্মিক বন্যায় ডুবে গেছে একটি মন্দির। তবুও সেই পানিবন্দি মন্দিরেই বিয়ের কার্যক্রম সম্পন্ন করেছে এক দম্পতি। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে এরই মধ্যে। খবর এনডিটিভির।
শুক্রবার (১১ নভেম্বর) চেন্নাইয়ের পুলিয়ানথোপ এলাকায় অঞ্জিনিয়ার মন্দিরে পানিবন্দি অবস্থাতেই বিয়ে সেরেছেন ওই দম্পতি। মন্দির কর্তৃপক্ষ জানায়, গত দু’দিন ধরে টানা বৃষ্টিতে ডুবে যায় শহরের বিভিন্ন স্থান। এ অবস্থাতেই বিয়ের ধর্মীয় এবং সামাজিক আনুষ্ঠানিকতা সারেন ওই দম্পতি। ধর্মীয় রীতি অনুযায়ী, এই মন্দিরেই বাগদান সম্পন্ন করায় এখানেই সারতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
লগ্ন অনুযায়ী বিয়ের সময় আগেই নির্দিষ্ট করা ছিল। সে সময় মেনেই পানিবন্দি মন্দিরে আনুষ্ঠানিকতা সারেন তারা। বিয়েতে অংশ নেয় শতাধিক অতিথিও।
এদিকে বৃষ্টির কারণে শুক্রবার বিঘ্নিত হয়েছে আরও অন্তত ৫টি বিয়ের অনুষ্ঠান। স্থানীয় এই হনুমান মন্দিরে কয়েক মাস আগে থেকেই বিয়ের জন্য সময় চেয়ে রেখেছিলেন ওই ৫ দম্পতি। বন্যার কারণে কোনো আনুষ্ঠানিকতাই সম্ভব হয়নি। তবে সাহস দেখিয়ে এই দম্পতিই পানিবন্দি অবস্থায় সেরেছেন বিয়ের কার্যক্রম।
এসজেড/
Leave a reply