১০ বছর পর অনুমতি নিয়ে রাজধানী ঢাকাতে সমাবেশ করলো জামায়াত। এখনও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে অটল দলটি। দেশে ‘রাজনৈতিক সংকট’ চলছে উল্লেখ করে তা নিরসনে সরকারকে সব দলের সাথেই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে তারা।
শনিবার (১০ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এই কর্মসূচি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, আটক নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে এই এই সমাবেশ হয়।
এই সমাবেশকে ঘিরে সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। সমস্যা সমাধানে প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।
তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে নিরপেক্ষ সরকার। দাবি আদায়ে আন্দোলন বেগবান করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে জামায়াতের জ্যেষ্ঠ নেতারা তাদের বক্তব্যে বলেন, জেল দিয়ে জুলুম করে কণ্ঠরোধ করা যায় না। আজকের সমাবেশ তারই প্রমাণ। আটক থাকা সব নেতাকর্মীর মুক্তির দাবিও জানান তারা।
এদিকে, সমাবেশের অনুমতি পাওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। অন্যদিকে, সমাবেশের সময় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। শেষ পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সমাবেশ।
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে রাজধানীতে সর্বশেষ সমাবেশ করেছিল জামায়াত।
/এমএন
Leave a reply